গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা মহিলা জামায়াতের উদ্যোগে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সমাবেশে পৌর সভার প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীলা নারী প্রতিনিধি, নারী হিন্দু ধর্মাবলম্বীসহ প্রায় চার শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলা জামায়াতের কার্যালয়ে পৌরসভার মহিলা জামায়াত ইসলামীর আয়োজনে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের জামায়াত ইসলামী হতে সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন, গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ তাসলিমা হাকিম, থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আক্তার, পৌরসভা মহিলা সেক্রেটারী রোকেয়া আক্তার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসানসহ প্রমুখ।
শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও অগ্রগতির কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে নারীদের ইজ্জত সন্মানের গ্যারান্টি পাবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা লাভ করবে। নারীদের প্রতিটি ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে।
প্রতিনিধি সমাবেশের শুরুতে পবিত্র কোরান থেকে দারস পেশ করা হয়। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে পরিকল্পিতভাবে কাজ করা, মা- বোনদের কাছে গিয়ে ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেয়া, নির্বাচনে পোলিং এজেন্টদের করনীয় ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ বিবিধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে