রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় শুক্রবার সকালে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুই শিক্ষককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই শিব শংকর রায় মারা যান।
উল্লেখ্য, সকালে তাঁরা মাছ ধরার উদ্দেশ্যে নওহাটা এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মরদেহটি পাবনার সুজানগরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এই দুর্ঘটনার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে