AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চোর সিন্ডিকেটের হামলায় যশোরে যুবক নিহত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:৪০ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

চোর সিন্ডিকেটের হামলায় যশোরে যুবক নিহত

যশোর সদরের ডাকাতিয়া গ্রামে চোর সিন্ডিকেটের হামলায় এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা, মা ও ছোট ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে আলোচিত চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম ও তার চক্রকে সন্দেহ করে আসছিল। ইজিবাইক ফেরত চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে রবিউল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী মধু গাজীর বাড়িতে হামলা চালায়।

সন্ত্রাসীরা প্রথমেই চঞ্চলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঠেকাতে গিয়ে চঞ্চলের বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। স্থানীয়দের হস্তক্ষেপে হামলাকারীরা সটকে পড়ে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চঞ্চলসহ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। তার বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলামসহ তার সহযোগী বিল্লাল হোসেন ও মুন্নাকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিন বলেন, “ঘটনার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!