গাজীপুরের কালীগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বুধবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুমলিয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় আসামীর বাড়ির পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে তুমলিয়া গ্রামের মৃত শহিদ মোল্লার পুত্র ওহিদ মোল্লা (৪৫) কে একশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসামী ওহিদ মোল্লা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণি ১৯(ক) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২, তারিখ-০৯/১০/২০২৫।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে