ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিনের চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বাগেরহাটের মোংলা উপজেলায় কঠোর নজরদারি চালাচ্ছে প্রশাসন ও কোস্ট গার্ড পশ্চিম জোন। পশুর নদী ও সুন্দরবন সংলগ্ন এলাকায় মা ইলিশ রক্ষায় প্রতিদিনই পরিচালিত হচ্ছে টহল ও সচেতনতামূলক কার্যক্রম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মোংলার পশুর নদী, জয়মনি ও আশপাশের বিভিন্ন মাছঘাটে কোস্ট গার্ডের সদস্যরা জেলেদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করে মা ইলিশ ধরার ক্ষতিকর দিক তুলে ধরেন। পাশাপাশি দ্রুতগামী স্পিডবোট নিয়ে নদীতে অভিযানও পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”
তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় দিন-রাত টহল জোরদার করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে কোস্ট গার্ড, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।
মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।”
মা ইলিশ রক্ষায় ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

