AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মা ইলিশ রক্ষায় মোংলায় প্রশাসনের কঠোর নজরদারি



মা ইলিশ রক্ষায় মোংলায় প্রশাসনের কঠোর নজরদারি

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিনের চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বাগেরহাটের মোংলা উপজেলায় কঠোর নজরদারি চালাচ্ছে প্রশাসন ও কোস্ট গার্ড পশ্চিম জোন। পশুর নদী ও সুন্দরবন সংলগ্ন এলাকায় মা ইলিশ রক্ষায় প্রতিদিনই পরিচালিত হচ্ছে টহল ও সচেতনতামূলক কার্যক্রম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মোংলার পশুর নদী, জয়মনি ও আশপাশের বিভিন্ন মাছঘাটে কোস্ট গার্ডের সদস্যরা জেলেদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করে মা ইলিশ ধরার ক্ষতিকর দিক তুলে ধরেন। পাশাপাশি দ্রুতগামী স্পিডবোট নিয়ে নদীতে অভিযানও পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”

তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় দিন-রাত টহল জোরদার করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে কোস্ট গার্ড, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।

মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।”

মা ইলিশ রক্ষায় ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!