কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পেশিশক্তি ও কালো টাকা মুক্ত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। এ জায়গা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ পিআর পদ্ধতি।
তিনি বলেন, একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে সংসদে গিয়ে আইন তৈরি করা, পোল-কালভার্ট তৈরি করা নয়। কোথায় কোন ক্ষেত্রে কী কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত করা এবং সমাধানের ব্যবস্থা করা— সেটাই মূল দায়িত্ব। অথচ দেখা যায় সংসদ সদস্যরা ভোটে নির্বাচিত হয়ে তদবির, বদলি, কমিশন বাণিজ্যসহ নানান অপকর্মে লিপ্ত হয়ে যায়। এ সকল ক্ষমতা হ্রাসে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন।
বুধবার (৮ অক্টোবর) রাতে জেলা জামায়াত কর্তৃক শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে “জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি” বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ড. মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, দেশে জালিম পালিয়েছে কিন্তু জুলুম রয়ে গেছে। দেশে প্রধান সমস্যা এখন দুর্নীতি ও দুঃশাসন। তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতি বন্ধ হলে দেশ থেকে ৯০% দুর্নীতি রোধ করা সম্ভব হবে। যারা নির্বাচিত হয়ে লুটপাট ও দুর্নীতি করে, মূলত তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে— এটা খোঁড়া যুক্তি ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিক ও নারীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন রোধ করবে।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নূর নবী, অ্যাডভোকেট নছির আহমদ, নাছির উদ্দিন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে