কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন ও স্থানীয় কৃষকদের বৃক্ষ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন উপজেলা কৃষি অফিসের আঙ্গিনায় ভেষজ, ফলদ ও ফুলগাছের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা। রোপণকৃত চারার মধ্যে ছিল কদবেল, কাঠাল, নিম, শিউলী, গোলাপ এবং বাগান বিলাস।
উদ্যোগটির মাধ্যমে অফিস প্রাঙ্গণকে সবুজ ও দৃষ্টিনন্দন করার পাশাপাশি স্থানীয় কৃষকদের ফল ও ফুলের চাষে উদ্বুদ্ধ করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল উদ্দেশ্য।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

