‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালবেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক সুলতানা জোবেদা খানম, সাবেরা আনোয়ার, পিংকি পাটোয়ারী ও আমেনা বেগম।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “বর্তমানে মেয়েদের কৃতিত্ব ছেলেদের চেয়ে বেশি। পরীক্ষার ফলাফলে মেয়েরা সর্বোচ্চ গ্রেড পাচ্ছে। আমি আশা করি, ভবিষ্যতে মেয়েদের সাফল্যের সঙ্গে ছেলেরা পিছিয়ে পড়বে না। কন্যা শিশুদের শিক্ষা ও সক্ষমতায় যথাযথ বিনিয়োগ করলে তারা দেশের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের ক্ষমতা নিশ্চিত ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিলে, মা যদি বোঝে মেয়েরা বোঝা নয়, বরং সম্পদ, তাহলে বাল্যবিবাহও কমে যাবে।”
একুশে সংবাদ/এ.জে