AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে বিজিবির অভিযান: অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ



সীমান্তে বিজিবির অভিযান: অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল, পাঁচটি ভারতীয় গরু এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ২৪ জন বাংলাদেশি নাগরিকসহ দুই মানবপাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্তসহ শেরপুর জেলার শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার হাতিরকোনা, হাতিবর, চায়নামোড় ও রামচন্দ্রকুড়া সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় মদ ১৫৫ বোতল, জিলেট ব্লেড ১ লাখ ৪৮ হাজার পিস, জিরা ২৭০ কেজি এবং ৫টি ভারতীয় গরু আটক করা হয়। এছাড়া শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারি বাগান এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় দুই মানবপাচারকারীসহ মোট ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি পাওয়ার ব্যাংক, নগদ ৫৪ হাজার ৪০০ টাকা এবং চারটি সিএনজি জব্দ করা হয়েছে। আটককৃত সব চোরাচালানী মালামাল ও সামগ্রীর মোট সিজার মূল্য ৫৩ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, তারা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবির অভিযান চলমান থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!