রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের (২৭ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮১.১৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি। আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৬,৩৪,৭৬০ টাকা।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের টহল দল মাষ্টারপাড়া গ্রাম সংলগ্ন কাচালং নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় মোট ৩১৭.৩৮ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন, “জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে