যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উদ্দিনের সঞ্চালনায় এবং নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী টিএস আইয়ুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান লিপু।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্যা, ছাত্রদল নেতা নাঈম উদ্দিনসহ থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথি টিএস আইয়ুব তার বক্তব্যে বলেন, “এই আসনের জনগণের পাশে আছি এবং সারাজীবন তাদের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

