পুঠিয়ায় বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পৌরসভার নির্বাচনী কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রশিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
সভায় প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে পুঠিয়াকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে কাজ করব। এটি পুঠিয়ার সার্বিক উন্নয়নে সহায়ক হবে।” এছাড়া তিনি বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
নির্বাচনী কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পুঠিয়া পৌরসভার চেয়ারম্যান আসাদুল হক আসাদ, জেলা জাসাসের সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ঢাকা আইবজীবী সমিতির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন, পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়েজুর রহমান, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলাম, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া এবং সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জুলফিকার রহমান ভুট্রু প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

