লক্ষ্মীপুর জেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনগুলোর মাঝে ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ নিবন্ধিত ৫১টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে মোট ১৪ লাখ ৪ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
একুশে সংবাদ/এ.জে