AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বাংলাদেশে সকল ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ



বাংলাদেশে সকল ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ

বাগেরহাটের মোল্লাহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাটে আয়োজনকৃত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি স্থানীয় পূজা মণ্ডপগুলোতে গিয়ে শারদীয় উৎসব পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শনের সময় তিনি ভক্তদের উৎসবের পরিবেশও দেখতে পান। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পূজার সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে তিনি আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন—বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, বাগেরহাট জেলার এসপি মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ এবং পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পূর্বে বিভিন্ন স্থানে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, যাতে যথাযথ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়।

পরিদর্শনের পর তিনি বলেন, “বাংলাদেশে সকল ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে কোনো উৎসব পালনে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন না হয়। এবারের দুর্গাপূজার উৎসব বিগত দিনের তুলনায় আরও আনন্দঘন হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!