AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় কাশিয়ানীতে কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা



গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় কাশিয়ানীতে কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রোদ্রজ্জ্বল বিকেলে আড়পাড়া গ্রামের উদ্যোগে নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। শিশু, তরুণ-তরুণী থেকে প্রবীণ—সবাই উৎসবের আনন্দে মেতে ওঠেন।

প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে ‘বাংলার টাইগার’, ‘জলপরি’ সহ নানা নামের বাহারি নৌকা অংশ নেয়। বৈঠার তালে তালে ভেসে আসে আবহমান গ্রাম বাংলার চিরায়ত গান ও ঢোলের উদ্দীপনামূলক সুর। দর্শকরা নদীর তীরে নাচে-গানে উৎসাহ জুগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আড়পাড়া গ্রামের সমাজসেবী ওহাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সমাজসেবী ইদ্রিস খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকদের মতে, এ ধরনের নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

উৎসবকে ঘিরে নদীর দক্ষিণ ও পূর্ব পাড়ে বসে গ্রামীণ মেলা। স্থানীয়রা নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেন। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এ আয়োজন শুধুমাত্র প্রতিযোগিতা নয়, হয়ে ওঠে এক মিলনমেলা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!