মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই কারবারি ও এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভান্ডারীপাড়া এলাকায় রুবেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের ইনাম আলীর ছেলে জহিরুল ইসলাম (২৩), একই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে রাকিব হোসেন (২১) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাকিল হোসেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
একুশে সংবাদ/এ.জে