জামালপুরের মাদারগঞ্জে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাওয়াই রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মুখে মাস্ক, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। স্থানীয়রা তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ। উপস্থিত ছিলেন মাজেদ মোল্লা পৌর বিএনপির সহ-সভাপতি, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, জেলা যুবদলের সদস্য আল-আমিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
মোখলেছুর রহমান মোখলেছ বলেন, হাওয়াই রোড ও খরকা বিল এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং দোকানে দোকানে ময়লার ঝুড়ি বিতরণ করেন তিনি।
একুশে সংবাদ/এ.জে