শুষ্ক মৌসুম, বৃষ্টি নেই। গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারাচালা মোড় থেকে নতুন বাজার সড়কের ভূঁইয়া মার্কেটের সামনে শরিফ ভূঁইয়ার বসতবাড়ীর সেপটি ট্যাংকের ময়লা পানি সরাসরি সড়কে ফেলা হচ্ছে। এতে সড়কে টয়লেটের ময়লা পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় শরিফ ভূঁইয়া সড়কের পাশে নির্মাণ করা তার বাড়ীর সেপটি ট্যাংক থেকে ময়লা পানি সড়কে ফেলে চলাচলকারীদের মারাত্মক দুর্ভোগের সৃষ্টি করছেন।
মানুষের বিষ্ঠাযুক্ত পানির দুর্গন্ধে প্রায় এক মাস ধরে সড়কের আশপাশের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ ও জলাবদ্ধতায় অতিষ্ঠ। নিরুপায় হয়ে তারা গণস্বাক্ষরিত একটি অভিযোগ পৌর প্রশাসক বরাবর জমা দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দেড় মাস ধরে ম্যানহোলের মুখ দিয়ে পচা পানি বের হচ্ছে এবং সারাদিন সড়কে জমে থাকে।
সড়কের পাশের এক গৃহিনী বলেন, ময়লা পানির গন্ধে বাসার ভিতরে থাকা যায় না। সারা দিন কিছু করা সম্ভব হয় না, বাচ্চারাও বাইরে যেতে পারছে না।
স্থানীয় বেড়াইদেরচালা স্কুলের শিক্ষার্থী সানি, আল-আমীন, ফরিদ হোসেন, সায়মা ও রোজিনা আক্তার বলেন, জলাবদ্ধ অংশটুকু জামা হাঁটু পর্যন্ত পানি উঠিয়ে পার হতে হয়। অনেক সময় বই ভিজে যায়।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ময়লা পানি দিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলগামী শিক্ষার্থীরা। প্রতিদিন ময়লা পানি মাড়িয়ে তাদের স্কুলে যেতে হয়।
ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, দোকানের সামনে ময়লা পানি জমে থাকার কারণে কোনো ক্রেতা আসছে না, ব্যবসা ব্যাহত হচ্ছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে