AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩



পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩

নওগাঁর পত্নীতলা সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে (২৫ সেপ্টেম্বর) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি আরও জানায়, রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোলাদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হিরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি ইজিবাইক এবং ২টি মোবাইলফোনসহ তিন মাদক চোরাকারবারীকে আটক করে।

আটককৃতরা হলেন— পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে ইয়াছিন আলী (৪৬) ও ইয়াছিন আলীর ছেলে শহিদ হাসান (২২), এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সৌমিক হাসান (২৮)।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তে মাদকদ্রব্যসহ চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, “পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক আটককৃত তিন মাদক কারবারিকে বৃহস্পতিবার সকালে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!