রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিবি পুলিশ সদর থানার দক্ষিণ বাঘমারা এলাকার জকিরপুকুর গ্রামে অভিযান চালিয়ে মোঃ সিরাজুল ইসলাম (৪৬) ও মোঃ আবু তাহের (৩৩)-কে আটক করে। সিরাজুল ইসলাম দক্ষিণ বাঘমারা গ্রামের এবং আবু তাহের একই এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের দখল ও হেফাজত থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

