যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা পাক হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষে গতকাল সকালে কেন্দ্রীয় শহিদ মিনার ও মৌলভীবাজার গণকবরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
একুশে সংবাদ/ সা এ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

