নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ই নভেম্বর রোজ সোমবার উপজেলা হলরুমে সেলাই মেশিন, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।
সোমবার সকালে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সেলাই মেশিন, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় কয়েকটি স্কুল দিয়ে শুরু করা হয়েছে। আগামীতে এর পরিসর আরও বাড়ানো হবে। বাচ্চারা যেন ঝরে না যায় আমরা সেদিকে নজর দেব।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে স্কুল ব্যাগ, সেলাই মেশিন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে হাফিজপুর সরকারী শিশু পরিবার (বালক) পরিদর্শন শেষে তাদের মধ্যে ক্রীড়া সামগ্রী এবং কম্বল বিতরণ করেন। বিকেলে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
একুশে সংবাদ/ সা এ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

