দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হওয়ায় এ বছর মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮–এ। একই সময়ে নতুন করে ৪৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৯৮ হাজার ২৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ২৩২ জন।
বিশেষজ্ঞদের সতর্কতা ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান। তিনি বলেন,
“ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলেই রোগীর সংখ্যা আরও বাড়ে। মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে ধারাবাহিক প্রচার চালাতে হবে।”
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন,“শুধু জেল–জরিমানা দিয়ে কাজ হবে না। সঠিক জরিপ, দক্ষ জনবল এবং কার্যকর পদক্ষেপ ছাড়া মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
একুশে সংবাদ/ সা এ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

