চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আকুবদণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাকিরকে বেদম মারধরের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে।
মুনতাকিরের বাবা জানান, তার ছেলে শারীরিকভাবে অসুস্থ ও চোখের সমস্যায় ভুগলেও এর আগেও একাধিকবার শিক্ষকরা তাকে মারধর করেছেন। বিষয়টি আগেই বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবুও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে মুনতাকিরকে।
তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে প্রধান শিক্ষককে ফোন করলে তিনি কথা বলতে অস্বীকার করে কল কেটে দেন। এমন কোমলমতি শিশুদের ওপর নির্যাতনের বিচার চান বলে অভিভাবক জানান।
স্কুলের প্রধান শিক্ষক রাসেদ স্যার ও শ্রেণি শিক্ষক মানফ স্যারের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুনতাকিরের পরিবার।
মারধরের কারণ জানতে চাইলে মুনতাকির জানায়, “রিডিং করার সময় আঙুল সরে গিয়েছিল, তখনই আমাকে মারধর করা হয়।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে