AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ



বোয়ালখালীতে দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আকুবদণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাকিরকে বেদম মারধরের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে।

মুনতাকিরের বাবা জানান, তার ছেলে শারীরিকভাবে অসুস্থ ও চোখের সমস্যায় ভুগলেও এর আগেও একাধিকবার শিক্ষকরা তাকে মারধর করেছেন। বিষয়টি আগেই বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবুও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে মুনতাকিরকে।

তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে প্রধান শিক্ষককে ফোন করলে তিনি কথা বলতে অস্বীকার করে কল কেটে দেন। এমন কোমলমতি শিশুদের ওপর নির্যাতনের বিচার চান বলে অভিভাবক জানান।

স্কুলের প্রধান শিক্ষক রাসেদ স্যার ও শ্রেণি শিক্ষক মানফ স্যারের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুনতাকিরের পরিবার।

মারধরের কারণ জানতে চাইলে মুনতাকির জানায়, “রিডিং করার সময় আঙুল সরে গিয়েছিল, তখনই আমাকে মারধর করা হয়।”

 


একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Link copied!