AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের একই সীমান্ত দিয়ে বিএসএফের তৃতীয় দফায় ১৯ জনকে পুশইন


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
১২:৫৯ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের একই সীমান্ত দিয়ে বিএসএফের তৃতীয় দফায় ১৯ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চানশিকারী সীমান্ত দিয়ে তৃতীয় দফায় আবারও ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার ভোর পাঁচটার দিকে ভোলাহাট উপজেলার চামুশা বিওপি ও চানশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ১৯ জন বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দেয়। পুশইন হওয়াদের মধ্যে ৩ শিশু, ৬ নারী এবং ১০ পুরুষ রয়েছেন।

তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর চরমহিষপুর গ্রামের আমজাদ আলীর ছেলে লুৎফর রহমান (৩৮), রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চরআষাড়িয়াদহ গ্রামের সালাম শেখের ছেলে আসাদুল (৩৩), একই উপজেলার গোগ্রাম শ্রীরামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), মালকামলা গ্রামের বদরুজ্জামানের ছেলে হযরত আলী (২৮), যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া আড়সিংরী গ্রামের রওশেদ আলী মণ্ডলের ছেলে আরিফ হোসেন (৩৮), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দর রহমান (৩৭), মাগুরা সদর উপজেলার গাংনী নতুনগ্রামের মৃত শিবু দাস শিকদারের ছেলে সয়ন শিকদার (২২), খুলনা সদর উপজেলার পুকুরজানা ঘোপখালী গ্রামের গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর গ্রামের বাবুল হোসেনের মেয়ে সুমি (২৫) ও তার দুই মাস বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাসিয়াছড়া কালিরহাট হাজিপাড়া গ্রামের এমবি আব্দুল মোতালেবের ছেলে মেহেদুল ইসলাম (২৩), একই গ্রামের হোসেন আলীর ছেলে এবি আব্দুল মোতালেব (৪৭), শামছ উদ্দীন হকের ছেলে মোকছেদুল হক (৩০), মুন্নাফ খন্দকারের মেয়ে মুর্শিদা বিবি (৩৭), আবু তাহের খন্দকারের মেয়ে শরিফা বেগম (২৫), মোকছেদুল হকের ছেলে রমজান হক (৩), নড়াইলের কালিয়া উপজেলার কতুয়ালী গ্রামের দোলা মিয়া শেখের মেয়ে রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের গিয়াস উদ্দীনের মেয়ে শাপলা আক্তার (২১) এবং মারুফ হোসেনের মেয়ে রুহী আক্তার (২)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রেস নোটে জানান, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে ২০১৫ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজাভোগ শেষে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয় এবং আজ ভোরে বাংলাদেশে পুশইন করা হয়েছে। বিজিবির টহল দল সীমান্ত থেকে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, একই সীমান্ত এলাকা দিয়ে গত ৩ জুন ৮ জন এবং ১৪ আগস্ট ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!