“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যের আলোকে ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালেই উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের উপ-প্রকল্প পরিচালক মোঃ খাইরুল ইসলাম পাভেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া (অঃদাঃ), উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন শেখ, গোপালগঞ্জ খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক, সৈয়দ লুৎফর রহমান তুষার, বাদশা মিয়া সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া জানান, এ প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও অভয়াশ্রমে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি পেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণেও সহায়ক হবে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে