AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে চাঁদাবাজির অভিযোগে স্বঘোষিত সাংবাদিক গ্রেফতার


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০৫:৩২ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জুড়ীতে চাঁদাবাজির অভিযোগে স্বঘোষিত সাংবাদিক গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলিং করে চাঁদা আদায়ের সময় মাসুম আহমদ (৩৪) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করা হয়। মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় জুড়ী শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাসিত বাদী হয়ে সম্মানহানির ভয় দেখিয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে দুইজনকে আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন। অপর আসামি হলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে জালালুর রহমান (৩০)।

বাদীর বক্তব্য ও মামলার এজাহার অনুযায়ী, মাসুম আহমদ লেখাপড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হননি। দুই বছর পূর্বে তিনি সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। হঠাৎ করে তিনি স্বঘোষিত সাংবাদিক হিসেবে পরিচিত হন। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার প্রভাবেও মাসুম চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলে বেপরোয়া হয়ে ওঠেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর দুপুরে আব্দুল বাসিত নিজের বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। দরজায় ডাকাডাকি শুনে দরজা খুলে একজন মহিলাসহ মাসুম ও জালালুরকে দেখতে পান। দরজা খোলার সঙ্গে সঙ্গে মহিলা ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং মাসুম মোবাইলে ভিডিও করতে থাকেন। জালালুর দরজার বাইরে পাহারা দেয়। এক পর্যায়ে মাসুম ভিডিওটি দেখিয়ে বলেন, “আপনি এই মহিলাকে নিয়ে রুমে ছিলেন। ভিডিওটি ভাইরাল করলে আপনার সম্মানহানি হবে। এটি না হতে চাইলে এক লাখ টাকা দিতে হবে।”

ভুক্তভোগী বাসিত উপস্থিত থেকে ১৫ হাজার টাকা দেন, এবং আসামি দুজন চলে যান। পরে বাকি টাকার জন্য বাসিতকে বারবার চাপ দিতে থাকলে তিনি বিষয়টি নিজ পরিবার ও আত্মীয়দের জানান। সোমবার কলেজ রোডস্থ জালালুরের দোকানে বিশ হাজার টাকা নিয়ে মাসুম ও জালালুরকে দেওয়ার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে পুলিশকে জানায়। পুলিশ এসে মাসুমকে গ্রেফতার করে এবং জালালুর সটকে পড়ে। মাসুমকে থানায় নেওয়া হয়।

আব্দুল বাসিত জানান, মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি আগে সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। গণঅভ্যুত্থানের পর ফেসবুকে সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত মাসুম আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!