চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ উজ্জ্বল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর ২টার সময় জীবননগর উপজেলার উথলী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জ্বল (২৭) জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা পাড়ার আক্কাস আলীর ছেলে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে জীবননগর থানার এসআই শাহীন আলম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বেলা ২টার সময় পুলিশ সদস্যরা জীবননগর উপজেলার উথলী আইডিয়াল কিন্ডারগার্ড স্কুলের বিপরীতে পশ্চিম পাশে বাঁশঝাড়ের নিচে কাচা রাস্তার ওপর থেকে উজ্জ্বলকে গ্রেফতার করেন। পরে তার হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জ্বলের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে