গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ আসন্ন দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা প্রমুখ।
ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “কোনো পূজা মণ্ডপে কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।”
এসময় উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন এবং সহসভাপতি দিলিপ কুমার সরকার জানান, উপজেলায় ১১টি ইউনিয়নে ১০৬টি পূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপন হবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল ধর্ম ও মতাদর্শের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজা মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠনের পাশাপাশি বিদ্যুৎ, অগ্নি-নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, পূজা উৎসবকালীন সময় কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বশেষে পূজা কমিটির হাতে সরকারি অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে