নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান প্রচারণার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১১টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হোসেন এবং মেডিকেল অফিসার ডা. শহীদুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঁইয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আজিজুল হক, কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদ এবং স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান ভূঁইয়া প্রমুখ।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে