চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে মনোনীত ছাত্রী কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুজহাত জাহান। তিনি নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মোঃ রফিকুল ইসলামের কন্যা।
ইতিমধ্যে নির্বাচনে জয়ী হতে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন নুজহাত জাহান। জয়ী হলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় একুশে সংবাদ.কমকে নুজহাত জাহান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা মোট শিক্ষার্থীর বড় অংশ। তাই আমি নির্বাচিত হলে নিরাপত্তা, আবাসন, স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাদের জন্য আলাদা উদ্যোগ বাস্তবায়নের কাজ করবো।”
উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৬৩৭ জন। ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিতসহ এখন পর্যন্ত অন্তত ১৩টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে