কুমিল্লার তিতাসে স্থানীয় সরকারের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের জন্য নাগরিক সেবার মানোন্নয়ন এবং কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “নাগরিক সেবার মানোন্নয়নে কর্মদক্ষতা বাড়াতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করতে হবে।”
কোর্স পরিচালক ও জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আখন্দও বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে কর্মদক্ষতায় অগ্রগামী অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসক আমিরুল কায়ছার তিতাস থানা পরিদর্শন করেন। সেখানে থানা পুলিশের কার্যক্রম পর্যালোচনা ও সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এবং সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে