স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা হবে অত্যন্ত উৎসবমুখর এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পূজা কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, পূজার শুরু থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকবে মন্দির কমিটির সাতজন ভলান্টিয়ার, আনসার আটজন, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী। প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ এবং জেলার বিভিন্ন মণ্ডপে মোট ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে পূজা সুন্দরভাবে সম্পন্ন হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান, যা সুরক্ষিত এবং সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারবে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপন করা হয়েছে, তাই কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সাজ্জাদ হোসেন, ৬২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন চৌধুরী এবং রামকৃষ্ণ মিশনপাড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দসহ অন্যান্য কর্মকর্তারা।
একুশে সংবাদ/না.প্র/এ.জে