পটুয়াখালীর দুমকি উপজেলায় রাস্তা দখলের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল হোসেন আতিক।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একতা সড়কের বাসিন্দা আবুল হোসেন আতিক ও তার পরিবারের বিরুদ্ধে রাস্তা কেটে সীমানাপ্রাচীর নির্মাণের নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সোমবার বিকেল ৪টায় দুমকি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে তিনি জনসাধারণের রাস্তা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করছেন এবং জামায়াতের রাজনৈতিক প্রভাব প্রয়োগ করছেন। তিনি এই অভিযোগগুলোকে “সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করেন।
প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২২ ডিসেম্বর এক সালিশ বৈঠকে ৬ ফুট রাস্তা ৮ ফুট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকের শর্ত অনুযায়ী উভয় পক্ষ, তিনি এবং রুহুল আমিন, ১ ফুট করে জমি ছাড়ার কথা ছিল। কিন্তু তিনি অভিযোগ করেন, রুহুল আমিন তার জমি দখল করেছেন এবং উল্টো তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
আতিক প্রশাসনের কাছে জমি মাপজোক করে সঠিক চিত্র উদঘাটনের আহ্বান জানান এবং রুহুল আমিন কর্তৃক দখলকৃত রাস্তার জমি ফেরত দেওয়ার দাবি জানান।
একুশে সংবাদ/প.প্র/এ.জে