ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা যুবলীগের সদস্য এমদাদুল হক এমদাদ (৪৩)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
রবিবার দিনগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর সোমবার (২২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল বলেন, “তারাকান্দা উপজেলা যুবলীগের সদস্য মো. এমদাদুল হক এমদাদকে গ্রেফতারের পর থানায় দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
একুশে সংবাদ/ম.প্র/এ.জে