AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৪


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৭:৫৭ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৪

মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নাসিমা বেগম (৬৫) মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক নবজাতকসহ আরও ৪ জন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান হয়েছে। পরে সাত দিন পর সেলাই কেটে হাসপাতাল থেকে নবজাতককে নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন নানী নাসিমা বেগম।

মধ্যপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান নানী নাসিমা বেগম। এ সময় ইজিবাইকে থাকা শিশুসহ আরও ৪ জন আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাসিমা বেগমের মেয়ের স্বামী দুলাল মিয়া বলেন, “বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 


একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!