ঘনিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আমেজে ভরে উঠেছে বোয়ালখালী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি উঠোন। উপজেলার পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। এ বছরে মোট ১৬৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে এবং সার্বক্ষণিক পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ লুৎফুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌরসভার বেশ কয়েকটি মণ্ডপে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। কেউ প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিচ্ছেন, কেউ মাটির অলঙ্কার তৈরি করছেন। কেউ খড়, কাঠ, সুতা দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন। আবার কেউ নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী ও সরস্বতী প্রতিমা। এরপর প্রতিমাগুলো রোদে শুকানো হচ্ছে। কেউ কাঠ কাটছেন, কেউ খড় দিয়ে হাত-পা তৈরি করছেন, আবার কেউ রং করার প্রস্তুতিতে ব্যস্ত।
স্থানীয়রা জানান, একটি প্রতিমা সেট তৈরি করতে ১০-১৫ দিন সময় লাগে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে