শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিংগাবরুণা ইউনিয়নের বগুলাকান্দি গ্রাম থেকে এসব মদ জব্দ করা হয়। তবে জড়িত চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি অভিযানিক দল বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা কার্টনভর্তি মদের বোতল ফেলে রেখে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া কার্টন থেকে ২২১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩১ হাজার টাকা।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

