AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বিদ্যালয়গুলোতে প্রাথমিক চিকিৎসা কর্ণার স্থাপনের দাবি


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৪:৪৭ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরে বিদ্যালয়গুলোতে প্রাথমিক চিকিৎসা কর্ণার স্থাপনের দাবি

শেরপুরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা কর্ণার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় তরুণ সমাজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহামুদুল হাসান রাকিব এবং জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম বলেন, জেলার একমাত্র ২৫০ শয্যার হাসপাতালের স্বাস্থ্যসেবা অপ্রতুল। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে পা কাটা, মাথায় আঘাত, উচ্চ বা নিম্ন রক্তচাপ, পিরিয়ডকালীন জরুরি স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনসহ ছোটখাটো স্বাস্থ্য সমস্যা প্রতিদিন ঘটছে। তাই ‘ফাস্ট এইড কর্ণার’ স্থাপন জরুরি।

প্রস্তাবিত কর্ণারগুলোতে ব্যান্ডেজ, তুলা, স্যাভলন, স্যানিটারি ন্যাপকিন, হ্যান্ড স্যানিটাইজার, ব্লাড প্রেসার মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রাখা হবে। প্রতিটি বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তারা জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো আবু রায়হান রূপন, ময়মনসিংহ বিভাগের সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর নার্গিস আক্তার এবং জেলা কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!