মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলাউদ্দিন।
এছাড়া উপজেলা নায়েবে আমীর মাও. আব্দুস সুবহান, সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাকিব রায়হানসহ প্রত্যেক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইয়ামীর আলী বলেন, শ্রীমঙ্গল উপজেলার মানুষ আন্তরিকভাবে জামায়াতের প্রার্থীকে গ্রহণ করেছে। শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ দীর্ঘ ৩০ বছর ধরে আওয়ামী ‘ফ্যাসিস্ট’ ধারায় শোষিত হয়েছে, তারা এখন পরিবর্তন চায়। একই সঙ্গে তিনি সরকারের প্রতি পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে