চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ভৈরব নদে গিয়ে পড়ছে। এতে ভৈরব নদের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে সিংনগর বাওড়ের বাঁধের কিছু অংশ ভেঙে যায়। এরপর বাওড়ের পানি ভাঙা জায়গা দিয়ে দ্রুত গতিতে ভৈরব নদে গিয়ে মিশছে। এতে নদীর পানি কিছুটা বৃদ্ধি পায়। সন্ধ্যার আগেই সন্তোষপুর গ্রামের ভৈরব নদের সেতুর নিচ দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হতে দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে, উজান থেকে পানি নেমে আসছে। খবর পেয়ে গ্রামের অনেকে নদীর পাড়ে ভিড় জমান।
পরে পানির উৎসস্থল নিশ্চিত হওয়ার জন্য স্থানীয়রা সিংনগর বাওড়ে গেলে দেখা যায়, বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানি নদীতে প্রবেশ করছে।
সিংনগর গ্রামের রফিকুল ইসলাম বলেন, “সোমবার বিকেলে হঠাৎ করেই সিংনগর বাওড়ের বাঁধের কিছু অংশ ভেঙে যায়। এরপর প্রবল বেগে পানি ভৈরব নদে গিয়ে পড়ে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

