সিলেট শহরের বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার (৫ নভেম্বর) টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণ ও গাছপালা কাটার কাজের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট হবে।
বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ থাকবে না শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে লাইনটিকে সক্রিয় (লাইভ) বলে ধরে নিতে অনুরোধ জানানো হচ্ছে, যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার না হন।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
বিউবো গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

