AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: জেলা প্রশাসক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৪:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: জেলা প্রশাসক

রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব এবার জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৮২টি গ্রামীণ এলাকায় এবং ৮০টি মহানগরে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হবে এবং মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ এখন জোরেশোরে চলছে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

জেলা প্রশাসক আরও জানান, পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও র‌্যাবের টহল থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান বলেন, “দুর্গাপূজা সামাজিক সম্প্রীতির প্রতীক। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

সভায় রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলার বিভিন্ন এলাকায় প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা সাজসজ্জায় আনা হচ্ছে বৈচিত্র্য—কোথাও ঐতিহ্যের ছোঁয়া, কোথাও আবার আধুনিকতার ছাপ।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!