বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস নওগাঁ জেলা শাখার সভাপতি বারীউল আলম বাবু, সাধারণ সম্পাদক এস.কে.এম ইকবালসহ জেলা শাখার কর্মী ও স্থানীয় সাংস্কৃতিক আগ্রহীরা।
জাসাসের মাধ্যমে দেশাত্মবোধক, আধুনিক ও লোকসংগীত পরিবেশন করা হয়। উপস্থিত দর্শকরা প্রাণবন্ত পরিবেশে শিল্পীদের প্রতি করতালির মাধ্যমে তাদের উৎসাহ প্রকাশ করেন।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বিএনপি-এর অঙ্গসংগঠন হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শের প্রচার ও মানুষের মাঝে সংস্কৃতির গুরুত্ব পৌঁছে দিচ্ছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে