বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নাটোর জেলা ও বড়াইগ্রাম পৌর নেতৃবৃন্দের মধ্যে পারস্পারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা হলরুমে আয়োজিত সভায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেন সভাপতিত্ব করেন।
সভায় প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও রেজাউল করিম। এছাড়া জেলা সদস্য ফরহাদ কাজী ও পৌর যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, রমজান আলী প্রমুখও অংশগ্রহণ করেন।
সভায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।
একুশে সংবাদ/না.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
