সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিএনপির ৩ নং ওয়ার্ড কমিটির স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং মোঃ সায়েম মিয়াকে সভাপতি পদে পূর্ণবহাল রাখা হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া’র ফেসবুক আইডি থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কমিটির পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে গত ২৭ আগস্ট কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বিষয়টি তৃণমূল কর্মীদের যাচাই-বাছাই এবং উপজেলা সিনিয়র নেতাদের পরামর্শ অনুযায়ী পুনর্বিবেচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থগিত আদেশ প্রত্যাহারের পর মোঃ সায়েম মিয়াকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা হয়েছে এবং দলের রাজনৈতিক অবকাঠামো ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
