নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম-এর উদ্যোগে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে গুরুদাসপুর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা, ইউনিয়ন ও পৌর শাখায় একযোগে এ কর্মসূচির সূচনা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেন, “তাল গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ নয়, এটি বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করার পাশাপাশি গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। তাই আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে তালসহ ফলদ ও বনজ গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব এ কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
কর্মসূচির অংশ হিসেবে দুই উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তাল বীজ রোপণ শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, জামায়াতের নেতা-কর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে