AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৪:১১ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর  ইউনিয়নে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (১০ সেপ্টেম্বর) মাদারীপুর জেলার মাদারীপুর সদর  উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্প কর্তৃক অনুষ্ঠিত হয় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা। 

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল হক সরদার , প্যানেল চেয়ারম্যান, মোস্তফাপুর  ইউনিয়ন পরিষদ। সভাপতিত্বে করেন জনাব মো: গোলাম মওলা , প্রশাসনিক কর্মকর্তা, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ। সঞ্চালনায় ও সার্বিক সহযোগিতা  করেন  ফজলুল হক, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ডাসার,মাদারীপুর। পাওয়ার পয়েন্ট  প্রেজেন্টেশনে বিস্তারিত আলোচনা করেন শহিনা আক্তার সাইকো সোশ্যাল কাউন্সেলর , প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রশন প্রোগ্রাম,মাদারীপুর। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিরাপদ অভিবাসন বাস্তবায়ন করার ক্ষেএে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে সব ধরনের কাজে আমরা সবাই সহযোগিতা  করবো এই অঙ্গিকার ব্যক্ত করেন  এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে সহযোগিতা করবো। আমরা সবাই যদি সচেতন হই তাহলে আমাদের অভিবাসন খরচ অনেক কমে যাবে। তিনি দালালের উপর নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন। 

খৈয়ারভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক  জনাব মো: নুরুল ইসলাম মাতুব্বর  বলেন,  নিরাপদ অভিবাসন সম্পর্কে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে এবং কর্মশালাটি অনেক সুন্দর ও প্রানবন্ধ হয়েছে। এ রকম জন সচেতনতামূলক কর্মশালা আরো করার জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রমের কাছে জোর দাবি করেন।

বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আবু তালেব বলেন দেশ স্বাধীনের পর থেকে  ব্র্যাক অনেক ভালো ভালো কাজ করছে তেমনি এমন কাজ করার জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ধন্যবাদ জানাই।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই কর্মশালার মাধ্যেমে আমরা সবাই জানতে পারলাম কিভাবে নিরাপদ ভাবে বিদেশ গমন করবো ও তার নিশ্চয়তা পাওয়া যাবে। পাশাপাশি আমরা সবাই দক্ষ হয়ে  বিদেশ যাবো। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্যগন, গ্রাম পুলিশগন, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ,ইমান,এনজিও কর্মী সেচ্ছাসেবক,সমাজকর্মী, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভব্য অভিবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভাপতির  উপস্থিতিতে একটি উন্মুক্ত আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে  কর্মশালার সমাপ্ত ঘোষণা করেন।

 


একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!