AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনমানুষের নেতা মোজাম্মেল হক চৌধুরী: যাত্রী অধিকার আন্দোলনের সাহসী মুখ



জনমানুষের নেতা মোজাম্মেল হক চৌধুরী: যাত্রী অধিকার আন্দোলনের সাহসী মুখ

বিগত সরকারের সময় আজকের এই দিনে গভীর রাতে হঠাৎ করেই মিরপুর মডেল থানার পুলিশ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কেন তাঁকে আটক করা হয়েছিল—সেই বিষয়ে কোনো সরকারি ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই জনমনে শঙ্কা, ক্ষোভ আর নানা প্রশ্নের জন্ম দিয়েছিল।

বাংলাদেশের গণমানুষের কাছে মোজাম্মেল হক চৌধুরী শুধু একটি সংগঠনের মহাসচিব নন; তিনি যাত্রী অধিকার আন্দোলনের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে লড়াই করে আসছেন। বাস, ট্রাক, মাইক্রোবাসসহ গণপরিবহনে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি দূর করতে তিনি রাজপথে নেমেছেন। তাঁর নেতৃত্বেই যাত্রী সেবা, যাত্রী অধিকার এবং সড়কে শৃঙ্খলা বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং নীতিনির্ধারণী মহলেও আলোচনা শুরু হয়েছে।

তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। তাঁকে দমিয়ে রাখতে একের পর এক ষড়যন্ত্র হয়েছে। সে সময়ের ক্ষমতাসীন মন্ত্রী ওবায়দুল কাদের পর্যন্ত তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে আটক রাখার চেষ্টা করেছিলেন। তাঁর নামে অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু মানুষ জানত—তিনি ভণ্ডামির আড়ালে লুকানো কেউ নন। তাই সেদিন সারাদেশের মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছিল। সাংবাদিক, বুদ্ধিজীবী, ছাত্র ও শ্রমজীবী—সবাই কণ্ঠ মিলিয়েছিল মোজাম্মেল হক চৌধুরীর মুক্তির দাবিতে।

লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী, মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে সম্পর্ক দীর্ঘ তিন যুগেরও বেশি সময়ের। তিনি বোয়ালখালীর গর্ব, লেখালেখি থেকে শুরু করে রাজপথের আন্দোলনে তাঁর সাহচর্য রয়েছে। অসংখ্য দিন-রাত্রি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কেটেছে তাঁর সঙ্গে।

আজ তিনি শুধু একজন সংগঠক নন; তিনি জাতীয় নেতা, তিনি মিডিয়া ব্যক্তিত্ব। গণমানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য। সড়কের ভাঙা সেতু থেকে শুরু করে অতিরিক্ত ভাড়া, পরিবহনে হয়রানি কিংবা দুর্ঘটনার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো—সব জায়গায় মোজাম্মেল হক চৌধুরী নির্ভীক যোদ্ধা হয়ে উঠেছেন। তাঁর কণ্ঠস্বর আজ সারা দেশের যাত্রীদের কণ্ঠস্বর।

তাঁকে কয়েকটি লাইনে বর্ণনা করা সম্ভব নয়। কারণ মোজাম্মেল হক চৌধুরী শুধু একজন মানুষ নন—তিনি এক ইতিহাস, এক আন্দোলন, এক প্রতিরোধের নাম।

তাঁর আকস্মিক গ্রেপ্তার আমাদের মনে করিয়ে দেয়, এদেশে সত্য বলা এবং মানুষের পক্ষে দাঁড়ানোর মূল্য আজও চড়া। তবে বিশ্বাস করি—সত্য কখনো দমিয়ে রাখা যায় না। মোজাম্মেল হক চৌধুরীকে হয়তো একসময় আটক করা হয়েছিল, কিন্তু তাঁর লড়াইকে আটকানো সম্ভব হয়নি। ইতিহাসে তিনি চিরকাল থাকবেন—যাত্রী অধিকার আন্দোলনের সাহসী মুখ, জনমানুষের নেতা হিসেবে।

 


একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!