লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কে ঘন ঘন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিসিএস জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সহেল, উপদেষ্টা ফারাজ রানা, জেলা টিমের সদস্য ফিরোজ আলম, আবদুল আজিম, হাসিবুর রহমান, জয়নাল আবেদীন রিয়াজ এবং প্রথম আলো বন্ধুসভা সভাপতি রাজন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এতে বহু মানুষ নিহত ও আহত হচ্ছেন। তারা উল্লেখ করেন—২১ জুলাই জেলা কারাগারের সামনে ইকোনো পরিবহন খালে পড়ে ১০ জন আহত হয়, ২৬ জুলাই রাখালিয়া বাজারে আনন্দ পরিবহনের চাপায় এক শিক্ষার্থী নিহত ও দুজন আহত হয়, ৬ আগস্ট চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়, ১৫ আগস্ট হাজিরপাড়া বাজারে আনন্দ পরিবহন খালে পড়ে ১৫ জন আহত হয় এবং সর্বশেষ ৬ সেপ্টেম্বর চন্দ্রগঞ্জ কলেজের সামনে আনন্দ পরিবহন খালে পড়ে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বক্তারা দাবি জানান—দুর্ঘটনা রোধে নিয়মিত মনিটরিং, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা, বেপরোয়া চালকদের শাস্তি এবং সড়ক ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরে একই দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিআরটিএ জেলা কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে